জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে গতকাল (সোমবার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ফুটবল দিয়ে যার ক্রীড়াযাত্রা শুরু হয়েছিল, সেই বুলবুল দীর্ঘদিন পর র্যাকেট হাতে তুলে নিলেন পুরনো স্মৃতিকে জাগিয়ে তুলতে। পুরান ঢাকার গেন্ডারিয়ায় বেড়ে ওঠা এই ক্রীড়াবিদের জীবনে ব্যাডমিন্টন ছিল শীতের অন্যতম প্রিয় খেলা।
শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বুলবুল বলেন, “ছোটবেলায় স্কুলে ব্যাডমিন্টন খেলতাম। আজ এতদিন পর আবার খেলতে পেরে ভালো লাগছে।” তিনি শাহবাগের যানজটে পড়ে গাড়ি ফেলে বাইকে করে স্টেডিয়ামে পৌঁছান—যা ক্রীড়ার প্রতি তার দায়বদ্ধতাই ফুটিয়ে তোলে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান। ব্যাডমিন্টনের প্রতি তার ভালোবাসা নতুন কিছু নয়। তিনি জানান, “ছোটবেলায় অনেক খেলেছি, এখনো সুযোগ পেলে খেলি।” এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও খালেদ মাসুদ, এবং দুই সাবেক ক্রিকেটার জাভেদ ওমর ও সানোয়ার হোসেন।
ছয় দিনব্যাপী এই আয়োজনে দেশের ৬৩ জেলা, ১০টি বিশ্ববিদ্যালয় ও সংস্থা এবং তিনটি শিক্ষাবোর্ড থেকে মোট ৪৫৭ জন শাটলার অংশ নিচ্ছেন। এদের মধ্যে ৩৭৭ জন পুরুষ ও ৮০ জন নারী। ১৬ বছরের নিচে কেউ অংশ নিতে পারবে না। এ বছরের প্রাইজমানি ১০ লাখ টাকা, যা প্রতিযোগিতায় নতুন উদ্দীপনা যোগ করেছে।
