সেপাক টাকরো : চট্টগ্রাম ও নীলফামারি চ্যাম্পিয়ন

সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ

সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ

সেপাক টাকরো

চট্টগ্রাম ও নীলফামারী জেলার দাপটের মধ্য দিয়ে শেষ হলো দেশের খেলাধুলায় নতুন করে সাড়া জাগানো ডিসিপ্লিন সেপাক টাকরো জাতীয় চ্যাম্পিয়নশিপ। ছেলেদের বিভাগে এটিছিলো ষষ্ঠ ও নারীদের বিভাগে তৃতীয় চ্যাম্পিয়নশিপ।

প্রতিযোগিতার কোয়াড পুরুষ বিভাগে চট্টগ্রাম চ্যাম্পিয়ন ও রানার আপ হয়েছে সাতক্ষীরা জেলা। এছাড়া প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছে যথাক্রমে নীলফামারী ও নাটোর জেলা।

এদিকে নারীদের কোয়াড বিভাগে চ্যাম্পিয়ন ও রানার আপ হয়েছে যথাক্রমে নীলফামারী ও রাঙামাটি জেলা। এছাড়া প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছে যথাক্রমে রাজশাহী ও বরিশাল জেলা।

অন্যদিকে মিক্সড কোয়াডে শিরোপা জিতেছে চট্টগ্রাম। রানার আপ হয়েছে নীলফামারী। প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছে ঢাকা জেলা।

দুই দিনের এই প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণী ও সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সেলিম ফকির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা, জাতীয় ক্রীড়া পরিষদ, এনএসসি’র পরিচালক (উপসচিব) মোহাম্মদ আমিনুল এহসান ও আর্টিসান আউট ফিটার্স লিমিটেড এর চেয়ারম্যান আনিতা গমেজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন এর সহ-সভাপতি আলী আহম্মেদ রাসেল। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক ঢালী, কোষাধ্যক্ষ মোঃ জামাল হোসেন, সদস্য মোঃ লুৎফুল করিম, নূর হোসেন খান, সাইফুল্যা মুনির ও শাহাদাৎ হোসেন।

Exit mobile version