২০২৫ সালের এসএ গেমস সামনে রেখে প্রস্তুতিতে নেমেছে দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন। ইতোমধ্যে সাঁতার ফেডারেশন মিশরীয় কোচ সাঈদ মাকডিকে নিয়ে এসেছে, বক্সিং ফেডারেশন কিরগিজ কোচ আনার ঘোষণা দিয়েছে। এবার ব্যাডমিন্টন ফেডারেশনও বিদেশি কোচ আনার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। চলতি সপ্তাহেই ঢাকায় আসবেন ইন্দোনেশিয়ান কোচ মাঙ্গারা তুয়া।
ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন জানিয়েছেন, “ইন্দোনেশিয়ার কোচের সঙ্গে আমাদের কথাবার্তা চূড়ান্ত। মঙ্গল-বুধবারের মধ্যে তাকে ঢাকায় আনার চেষ্টা করব। এসএ গেমস পর্যন্ত তার সঙ্গে চুক্তি থাকছে।”
গত কয়েক বছরে ব্যাডমিন্টনে কোনো বিদেশি কোচ ছিলেন না। দায়িত্ব নেওয়ার পর অ্যাডহক কমিটি দ্রুত এই পরিবর্তন আনছে। “মান উন্নয়ন করতে হলে প্রশিক্ষণ ও ভালো প্রশিক্ষকের বিকল্প নেই। পরিকল্পনা ছিল চীন থেকে কোচ আনার। সেটা ব্যয়বহুল এবং ভাষাগত সমস্যা থাকায় ইন্দোনেশিয়ান কোচ ঠিক করেছি। ইন্দোনেশিয়া বিশ্ব ব্যাডমিন্টনে বেশ সমাদৃত।”—বলেন রাসেল কবির।
মাঙ্গারা তুয়া নামের এই কোচ সম্পর্কে অনলাইনে বেশি তথ্য না পাওয়া গেলেও ফেডারেশনের বিশ্বাস, তিনি দক্ষ ও অভিজ্ঞ। মাসে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হবে এই কোচের পেছনে। জাতীয় ক্রীড়া পরিষদের সহায়তায় ব্যাডমিন্টন ফেডারেশন এই অর্থের সংস্থান করতে চায়।
ক্রীড়াবিদদের আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চাইলে কোচিংয়ের দিকেই জোর দিতে হবে বলে মত বিশেষজ্ঞদেরও। তাই বিদেশি কোচ নিয়োগ ব্যাডমিন্টনের মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















