তারুণ্যের উৎসব-২০২৫ স্কুল হ্যান্ডবলের বালক ও বালিকা বিভাগে সেরা হয়েছে যথাক্রমে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ও ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ।
পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল ষ্টেডিয়ামে দিনব্যাপী টুর্নামেন্টের উভয় বিভাগে তিনটি করে দল অংশ নিয়েছিলো।
বালক বিভাগের ফাইনালে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ১৪-০৯ গোলে সেন্ট গ্রেগরী হাই স্কুলকে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ান হয়। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়ের রিফাত।
বালিকা বিভাগে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ১৮-০২ গোলে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজকে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ান হয়। সেরা খেলোয়াড় : ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ এর ১৭নং জার্সিধারী তাসনিয়া রহমান।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাজেদা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মাঝে ট্রফি ও সার্টিফিকেট বিতরণ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ‘তারুণ্যের উৎসব-২০২৫ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)’ এর স্টিয়ারিং কমিটির আহবায়ক লাজুল নাহার করিম কস্তুরী, স্টিয়ারিং কমিটির সদস্য সচিব মোছা: লিপি বেগম হিরাসহ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















