বাংলাদেশ সাঁতার ফেডারেশন প্রায় দুই দশক পর আয়োজন করতে যাচ্ছে বার্ষিক সাধারণ সভা (এজিএম)। আগামী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসের হাজী মহসিন অডিটরিয়ামে হবে এই সভা, যেখানে গঠনতন্ত্র সংশোধনই প্রধান আলোচ্য।
ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন জানান, ২০০৫ সালের পর আর কোনো এজিএম হয়নি। এবার খসড়া গঠনতন্ত্রে একই পদে দুই মেয়াদের সীমা, বয়সসীমা (২৫-৭০ বছর) এবং কাউন্সিলরশিপ ১৫ থেকে বাড়িয়ে ২৫ করার প্রস্তাব রাখা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ সব ফেডারেশনে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর প্রস্তাব দিলেও সাঁতারের খসড়ায় মহিলা ক্রীড়া সংস্থার বাইরে আলাদা নারী কাউন্সিলর রাখা হয়নি। তবে যুগ্ম সম্পাদক নিবেদিতা দাসের মতে, বিশ্ব ফেডারেশনের গাইডলাইন অনুযায়ী বাস্তবসম্মত পরিবর্তনই করা হয়েছে।
এজিএমে গঠনতন্ত্রের পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদনও উপস্থাপন করা হবে। কাউন্সিলরদের জন্য ২৫ সেপ্টেম্বর মিরপুর ক্রীড়া পল্লিতে আবাসনের ব্যবস্থা করেছে ফেডারেশন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















