ইসলামিক সলিডারিটি গেমসে টিটিতে বাংলাদেশের পদক

পুরষ্কার ঘোষণা টিটি ফেডারেশনের

জাভেদ-খই খই মিশ্র দ্বৈতের সেমিফাইনালে উঠেছেন

ইসলামিক সলিডারিটি গেমস – টেবিল টেনিসে বাংলাদেশের সাফল্য

সৌদি আরবের রিয়াদে চলমান ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে আরেকটি পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। আসরের টেবিল টেনিসে বাংলাদেশ মিশ্র দল আজ (বুধবার) সেমিফাইনালে ওঠার মাধ্যমে এই পদক নিশ্চিত হয়। কোয়ার্টার ফাইনালে মালদ্বীপ দলের বিরুদ্ধে সরাসরি ১৪-১২, ১১-৫ এবং ১১-৮ গেমে (৩-০ সেটে) জয়লাভ করে বাংলাদেশের মোঃ জাভেদ আহমেদ ও খই খই সাই মারমা জুটি। এর আগে ভারোত্তোলনে ও পদক পায় বাংলাদেশ। টিটি ফেডারেশন থেকে উভয় খেলোয়াড়কে ২৫ হাজার টাকা করে পুরষ্কার ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ রাউন্ড অফ সিক্সটিনে গায়ানাকে ৩-২ সেটে পরাজিত করে শেষ আটে জায়গা করে নেয়। আজ অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে মালদ্বীপের রাফা নাজিম ও মোসা মুনসিফের মুখোমুখি হন জাভেদ ও খই খই মারমা। ৩-০ সেটের জয়ে সেমি নিশ্চিত হতেই উল্লাসে ফেটে পড়েন তারা। কারণ যেকোনো একটি পদক এতে নিশ্চিত হয়েছে।

চলমান আসরের ভারোত্তোলনে মারজিয়া আক্তার ইকরা ব্রোঞ্জ জিতেছেন। এবার টিটি থেকে বাংলাদেশের মিশ্র জুটি কোন পদক আনে সেটাই অপেক্ষা। আগামীকাল দুপুরে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন।  বাহরাইনকে হারাতে পারলে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ফাইনালে খেলার সুযোগ পাবেন জাভেদ-খই খই জুটি। ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ শক্তিশালী তুরস্ক অথবা আজারবাইজানের মধ্যে সেমিতে বিজয়ী দল।

আজ পুরুষ ও নারী দ্বৈতেরও খেলা ছিল। হৃদয়-রামহিম ৩-২ সেটে আলজেরিয়া ও সোমা-খই খই জুটি ৩-২ সেটে তুরস্কের কাছে হেরেছে। দুই দ্বৈত দলই প্রি কোয়ার্টার থেকে বিদায় নেয়। গত ইসলামিক গেমসে বাংলাদেশ টিটি দল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল। এবার কোয়ার্টারের গন্ডি পেরিয়ে পদক পাচ্ছে বাংলাদেশ। 

বাংলাদেশের মিশ্র দলকে ভিডিও কলে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মাকসুদ আহমেদ সনেট শুভেচ্ছা জানান। পাশাপাশি দলকে উৎসাহিত করতে মিশ্র দ্বৈতের খেলোয়াড় মোঃ জাভেদ আহমেদ এবং খই খই খাই সাই মারমাকে বাংলাদেশ টিটি ফেডারেশনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা পুরষ্কার ঘোষণা করা হয়। তবে তারা রৌপ্য জিততে পারলে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা এবং স্বর্ণপদক জিতলে ১ লাখ টাকা করে ২ লাখ টাকা পুরুস্কারের ঘোষণা দিয়েছেন।

Exit mobile version