উইম্বলডন টেনিসে নারী এককের শিরোপা জিতলেন ক্রেজিকোভা

ইতালির জ্যাসমিন পাওলিনিকে ৬-২, ২-৬ ও ৬-৪ গেমে হারিয়ে উইম্বলডন টেনিসে নারী এককের শিরোপা জিতলেন চেক রিপাবলিকের বারবোরা ক্রেজিকোভা।

একত্রিশতম বাছাই ক্রেজিকোভোর ক্যারিয়ারে এটি দ্বিতীয় গ্রান্ড স্ল্যামের শিরোপা। এর আগে ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেন বা রোলা গ্যারোতে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।

ক্রেজিকোভার জীবনে ব্যাপকভাবে প্রভাব রাখা জানা নোভোতনা ২৬ বছর আগে (১৯৯৮) উইম্বলডন জয় করেছিলেন। প্রিয় শিষ্যকেও উৎসাহ দিয়েছেন। কিন্তু সেটি আর দেখে যেতে পারেননি। ক্রেজিকোভার রোলা গ্যারো জয়েরও সাক্ষি হতে পারেননি জানা নোভোতনা। কেননা ক্যান্সারের কাছে হার মেনে ২০১৭ সালের ২০ নভেম্বর মৃত্যু বরণ করেন ৪৯ বছর বয়সি এই খেলোয়াড়।

উইম্বলডন জয়ের পর উচ্ছ্বসিত ক্রেজিকোভা বলেন, শুধু টেনিস ক্যারিয়ার নয় এটি তার জীবনেরই সবচেয়ে বড় ঘটনা। অবশ্য এর কারণও আছে। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ২৮ বছর বয়সি জ্যাসমিন পাওলিনি শিরোপা জয়ের অন্যতম দাবীদার ছিলেন। ৭ম বাছাই ইতালিয়ান প্রতিযোগী পাওলিনি গত মাসে ফ্রেঞ্চ ওপেনেরও ফাইনালে উঠেছিলেন। কিন্তু পোল্যান্ডের ইগা সুইয়াটেকের কাছে হেরে যান।

উইম্বলডনে শিরোপা জয়ের বিষয়টি পাওলিনির কাছে বড় ঘটনা হওয়ার আরেকটি বড় কারণ হতে পারে ঘাসের কোর্টে তার কোন সাফল্য নেই। এমনটি গত মাসের আগে ঘাসের কোর্টে কোন ম্যাচেই তিনি জয় পাননি।

Exit mobile version