উইম্বলডন ফাইনালে মুখোমুখি জকোভিচ-আলকারাজ

গতকাল (শনিবার) রোমাঞ্চকর ফাইনালে ইতালির জাসমিন পাওলিনিকে ২-১ সেটে হারিয়ে, উইম্বলডন নারী এককের ফাইনালে জিতে নিজের দ্বিতীয় গ্র্যান্ড-স্ল্যাম শিরোপা জয় করেছেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেইচিকোভা। আজ পুরুষ এককের ফাইনালে, রোববার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টায় খেতাব জয়ের লড়াইয়ে সেন্টার কোর্টে মুখোমুখি হবেন কার্লোস আলকারাজ এবং নোভাক জকোভিচ।

রজার ফেদেরারের আটটি উইম্বলডন শিরোপার রেকর্ডের সমান হওয়ার দ্বারপ্রান্তে ২৭ বছর বয়সী নোভাক জকোভিচ। আজ জিতলে এটি হবে জকোভিচের ৩৫তম গ্র্যান্ড স্ল্যাম।

গতবার এই আলকারাজের কাছেই খেতাব হাতছাড়া হয়েছিল জকোভিচের। এবার বদলা নেয়ার সুযোগ পাচ্ছেন তিনি। তবে জকোভিচের জন্য এবারের লড়াইটা মোটেও সহজ হবে না।

উইম্বলডনের ফাইনালে উঠলেও আলকারাজ যে জকোভিচকে হারিয়ে দেবেন, এটা অনেকেই ভাবতে পারেননি। গত বছর সেটাই করেছিলেন স্পেনের খেলোয়াড়। চার ঘণ্টা ৪২ মিনিটে পাঁচ সেটের লড়াইয়ে জিতেছিলেন। ওপেন যুগে বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসাবে ২১ বা তার কম বয়সে একাধিক বার উইম্বলডন ফাইনালে ওঠার নজির গড়েছেন আলকারাজ।

Exit mobile version