কানাডিয়ান ওপেনে টিনএজার ভিক্টোরিয়া মোকোর পথচলাটা হচ্ছে স্বপ্নের মতো। আঠার বছর বয়সী এই কানাডিয়ান এরই মধ্যে কানাডিয়ান ওপেনে সেমিফাইনালে পৌঁছে গেছেন। মন্ট্রিলে চলমান কানাডিয়ান ওপেনে তিনি দুইবারের চ্যাম্পিয়ন কোকো গাউফকে চতুর্থ রাউন্ডে সরাসরি সেটে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন এই অষ্টাদশী। জিতেছেন ৬-৪ ও ৬-২ গেমে।
তবে সেমিফাইনালে কানাডিয়ান অষ্টাদশীর পথ চলাটা একটু বেশিই কঠিন হয়ে দেখা দিতে পারে। কেননা তার সামনে সেখানে অপেক্ষা করছেন ২০২২ সালের উইম্বল্ডন চ্যাম্পিয়ন ইলিনা রাইবাকিনা। টুর্নামেন্টের তিনি নবম বাছাই খেলোয়াড়।
এই বছরের শুরুতে বিশ্ব র্যাংকিংয়ে মোকোর অবস্থান ছিল ৩৩৩। তারপর থেকে তার পথচলাটা হয়েছে ঘোড়ার গতিতে। নতুন র্যাংকিংয়ে তিনি শীর্ষ পঞ্চাশে চলে আসবেন। বছরের শুরুতে তিনি টানা ২২ ম্যাচ জয়ের কীর্তি গড়েছিলেন। এ সময়ে তার ট্রফি ভান্ডারে জমা হয় পাঁচটি শিরোপা।
এ বছরের ফ্রেঞ্চ ওপেনে অংশ গ্রহণের মাঝ দিয়ে তিনি প্রথম গ্র্যান্ড স্ল্যামে খেলেন। প্রথম আসরেই পৌঁছে যান তৃতীয় রাউন্ডে। এক মাস পর উইম্বল্ডনে আরো চমক দেখান। হারিয়ে দেন ২৫তম বাছাই খেলোয়াড় মাগদালেনা ফ্রেঞ্চকে।
কানাডিয়ান ওপেনে এরই মধ্যে একটা কীর্তি গড়েছেন মোকো। ২০১৯ সালের পর প্রথম কানাডিয়ান হিসেবে তিনি কানাডিয়ান ওপেনের সেমিফাইনালে ওঠার কীর্তি গড়েছেন।
