গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে স্পেন

নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ

গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় পর্বে পৌঁছেছে স্পেন। শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে ইতালিকে। দ্বিতীয় পর্বে তারা ‘এ’ গ্রুপের রানার্স আপ নরওয়ের মুখোমুখি হবে।

টানা তিন জয়ে স্পেন ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। অন্যদিকে ইতালি দ্বিতীয় স্থানে রয়েছে। শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে বেলজিয়াম জয় পেলেও তারা দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেনি। পর্তগালকে ২-১ গোলে জয় পেয়েছে বেলজিয়ামকে।

হারলেও ইতালি ম্যাচের শুরুতে স্পেনকে বেশ হুমকির মুখে ফেলেছিল। ম্যাচের দশম মিনিটে ইলিসাবেতা ওলিভিয়রো গোল করে ইতালিকে এগিয়ে নেন। তবে বেশিক্ষণ এই ব্যবধান তারা ধরে রাখতে পারেনি। চার মিনিট পর অ্যাথেনা ডেল ক্যাস্টিলো সমতায় ফেরান।

বিরতির আগে আর কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে স্পেন দুই গোল পায়। এ অর্ধের শুরুতে এবং শেষে গোল দুটো করে তারা। প্যাট্রি গুইজারো ৪৯ মিনিটে এবং এস্থের গঞ্জালেজ ৯১ মিনিটে গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন।

Exit mobile version