চমক দেখিয়ে চলেছেন ৪৫ বছরের ভেনাস

ইউএস ওপেন

ইউএস ওপেনে চমক দেখিয়ে চলেছেন ভেনাস উইলিয়ামস। লেলাহ ফার্নান্দেজের সঙ্গে জুটি করে এরই মধ্যে তিনি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন। এবার তাদের শিকারে পরিণত হয়েছেন দ্বাদশ বাছাই একাতেরিনা আলেক্সান্দ্রোভা ও জাং শুয়াই জুটি। ৬-৩ ও ৬-১ গেমে ম্যাচ জিতেছেন তারা।

ইউএস ওপেনের এককের খেলায় প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন ৪৫ বছর বয়সী ভেনাস উইলিয়ামস। পরে ২২ বছর বয়সী লেলাহ ফার্নান্দেজের সঙ্গে জুটি করে ডাবলসে নাম লেখান। এই জুটি বিশেষ সুবিধায় ডাবলসের খেলায় সুযোগ পেয়েছিলেন। এরই মধ্যে তারা দুটো বাছাই জুটিকে হারিয়েছেন। শুধু তাই নয়, একটা সেটও এ পর্যন্ত তারা হারেননি।

শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চেপে বসেছিলেন ভেনাস ও ফার্নান্দেজ জুটি। এক পর্যায়ে তারা প্রথম সেটে ৩-০ গেমে এগিয়ে গিয়েছিলেন। পরে প্রতিপক্ষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি।

সাতটি গ্র্যান্ড স্ল্যাম ও ১৪টি ডাবলস শিরোপা জয়ী ভেনাস তার ক্যারিয়ারে ২৫তম ইউএস ওপেন টুর্নামেন্ট খেলছেন। ১৯৯৯ সালে ছোটো বোন সেরেনা উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে তিনি প্রথমবার দ্বৈতের শিরোপা জয় করেন। ভেনাসের এবারের সঙ্গী ফার্নান্দেজের জম্মের তিন বছর আগের ঘটনা এটি।

Exit mobile version