অনেক নাটকের গত বছর এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে ভারত সে দেশে গিয়ে খেলতে না চাওয়ায় হাইব্রিড মডেলে ওই প্রতিযোগিতা আয়োজন করা হয়। আগামী বছরে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি!
এবারও পাকিস্তানে গিয়ে খেলতে নারাজ ভারত। সেটি হলে, রোহিত শর্মাদের ম্যাচগুলি হয়তো শ্রীলঙ্কা বা দুবাইয়ে হবে! এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই সূত্র।
বিসিসিআইয়ের এক বোর্ড কর্তা অইর সংবাদ সংস্থাকে বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। আইসিসি-কে বলা হবে ভারতের ম্যাচগুলি দুবাই বা শ্রীলঙ্কায় দেওয়ার জন্য।’
আটটি দেশ মিলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয় এবার। ২০২৫ সালে ১৯ ফেব্রুয়ারি থেকে সেই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। ফাইনাল ৯ মার্চ। পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই প্রতিযোগিতা আয়োজনের ব্যবস্থা শুরু করে দিয়েছে।