স্বপ্ন নিয়েই সাংহাই মাস্টার্স শুরু করেছিলেন সিনার। যেমন স্বপ্ন তেমন কাজ! শক্তিশালী প্রতিপক্ষ্য জোকোভিচকে হারিয়ে সাংহাই মাস্টার্স চ্যাম্পিয়ন সিনার। ফলে এককে নোভাক জোকোভিচের শততম শিরোপা জয়ের অপেক্ষা বাড়ল আরও।
রোববার জমজমাট ফাইনালে ৩৭ বছর বয়সী সার্বিয়ান তারকাকে ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে হারান সিনার। এ নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনসহ ২০২৪ সালেই ৭টি শিরোপা জিতলেন ইতালির ২৩ বছর বয়সী এই টেনিস তারকা।
এই জয়ে জোকোভিচের সঙ্গে মুখোমুখি লড়াইয়েও ৪-৪ সমতা টানলেন সিনার। জয়ের পর জোকোভিচকে হারানোর গোপন রহস্য নিয়ে তিনি বলেন,‘গোপন রহস্য বলা কঠিন, কারণ তার কোনো দুর্বলতা নেই। তিনি আমাদের খেলার কিংবদন্তি এবং তার বিপক্ষে খেলা খুবই কঠিন।’