একটা সময় টেনিস কোর্ট মাতিয়েছেন ভেনাস উইলিয়ামস। যেখানে খেলেছেন সেখানেই আধিপত্য করেছেন। কিন্তু বয়সটা এখন আর সে পর্যায়ে নেই, ৪৫। ফলে এখন আর কোর্টে নামলেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। ইউএস ওপেনের এককে প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন। তবে খেলবেন দ্বৈত প্রতিযোগিতায়। কানাডার লেলাহ ফার্নান্দেজের সঙ্গে জুটি বেঁধেছেন। ওয়াইল্ড কার্ড অর্থাৎবিশেষ সুবিধায় তিনি ডাবলসে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এককেরপ্রথম রাউন্ডে হেরেছেন ভেনাস, তবে একটা কীর্তি গড়েছেন। নিজের প্রিয় ইভেন্টে রেকর্ড ২৫বারের মতো কোর্টে নেমেছিলেন। সেই ১৯৯৭ সালে শুরু। তারপর এ পর্যন্ত চারটি আসরে কোর্টে নামতে পারেননি।
এককের খেলায় চেক প্রজাতন্ত্রের একাদশ বাছাই কারোলিনা মুচোভার বিপক্ষে হেরে যান তিনি। তার ২৩ বছররের জুনিয়র ফার্নান্দেজের সঙ্গে জুটি বেঁধেছেন।তারা ইউক্রেনের লুডমিলা কিচেনক ও অস্ট্রেলিয়ার ইলেন পেরেজের মুখোমুখি হবেন। লড়াইটা মোটেও ভেনাসের জন্য সহজ হবে না। কেননা প্রতিপক্ষ ষষ্ঠ বাছাই হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে।
ভেনাস উইলিয়ামস ১৯৯৯ ও ২০০৯ সালে ইউএস ওপেনের দ্বৈতের শিরোপা জয় করেছিলেন। সে সময় তার সঙ্গী ছিলেন ছোট বোন সেরেনা উইলিয়ামস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















