টুর্নামেন্ট হওয়ার কথা ছিলো সাত দেশের ৪৫ জন প্রতিযোগী নিয়ে। অনলাইন অ্যান্ট্রি করলেও শেষ পর্যন্ত খেলতে আসেন নি দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী। এছাড়াও আসেনি ভারতের দুই ও হংকংয়ের একজন প্রতিযোগি। অবশ্য বেড়েছে বাংলাদেশের একজন। সব মিলিয়ে ছয় দেশের মোট ৪২ প্রতিযোগী নিয়ে ঢাকায় শুরু হলো অনূর্ধ্ব-১৪ এশিয়ান (বালক ও বালিকা) টেনিস প্রতিযোগীতা।
রমনায় শেখ জামাল জাতীয় জাতীয় টেনিস কমপ্লেক্সে বিকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এর চেয়ারম্যান, বেঙ্গল গ্রুপের ভাইস-চেয়ারম্যান, সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর সভাপতি মো: জসিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি মো: জসিম উদ্দিন, নেয়াজ আহমেদ, মো: মাসুদ করিম, সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, টুর্নামেন্ট ডিরেক্টর মাহবুব মোর্শেদ শামীম, কোষাধ্যক্ষ খালেদ আহমেদ, নির্বাহী সদস্য ইমরান আহমেদ।
প্রতিযোগিতায় ৬টি দেশের ২৮ জন বালক ও ১৪ জন বালিকা খেলোয়াড়সহ মোট ৪২ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। এর মধ্যে বাংলাদেশ (বালক ২২ জন, বালিকা ১১ জন), হংকং (বালিকা ১ জন), ভারত (বালক ৪ জন), সৌদি আরব (বালক ১জন), আমেরিকা (বালক ১ জন), শ্রীলংকা (বালিকা ২ জন) খেলোয়াড়। ভারতের হোয়াইট ব্যাজ রেফারী প্রবিন কুমার নায়েক টুর্নামেন্টে রেফারী হিসেবে দায়ীত্ব পালন করছেন।
টুর্নামেন্টে অংশ নেয়া খেলোয়াড়রা নিজ নিজ অবস্থান অনুযায়ী এটিএফ অনূর্ধ্ব-১৪ বছরের র্যাংকিং পয়েন্ট অর্জন করবে। প্রতিযোগিতা মোট চারটি ইভেন্ট রাখা হয়েছে। এগুলো হচ্ছে বালক একক, বালক দ্বৈত, বালিকা একক ও বালিকা দ্বৈত। এককের চ্যম্পিয়ন খেলোয়াড় এটিএফ ২০০ পয়েন্ট, রানার-আপ খেলোয়াড় এটিএফ ১৩৩ পয়েন্ট অর্জন করবেন। অন্য খেলোয়াড়রা তাদের নিজ নিজ অবস্থান অনুযায়ী এটিএফ র্যাংকিং পয়েন্ট অর্জন করবেন।
