ঢাকায় আন্তর্জাতিক টেনিসের শিরোপা জিতলো থাইল্যান্ড ও ভারত

ঢাকার রমনায় ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতার বালক এককে থাইল্যান্ডের আরিয়াফল এবং বালিকা বিভাগে ভারতের সানমিথা চ্যাম্পিয়ন হয়েছেন।

১২টি দেশের ৭৫ জন তরুণ খেলোয়াড়ের সাত দিনের দুর্দান্ত লড়াই শেষে আজ রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে পর্দা নামে ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, ঢাকা প্রতিযোগিতার। রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ শেষে বালক এককে থাইল্যান্ডের আরিয়াফল লিকুল এবং বালিকা এককে ভারতের সানমিথা হারিনি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

বালক এককের ফাইনালে থাইল্যান্ডের প্রতিযোগী আরিয়াফল লিকুল টুর্নামেন্টে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় চীনের চুয়ান ডিংকে ৬-৪, ৬-৩ গেমে পরাজিত করেন। এর আগে সেমিফাইনালে থাই প্রতিযোগী চুয়ান ভারতের তেজাস রাভিকে এবং আরিয়াফল বাংলাদেশের জারিফ আবরারকে হারিয়ে শিরোপার লড়াইয়ে নেমেছিলেন।

অন্যদিকে, বালিকা এককের ফাইনালে ভারতের সানমিথা হারিনির প্রতিপক্ষ ছিলেন থাইল্যান্ডের তারিতা হংসইয়ক। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সানমিথা ৬-৪, ৬-২ গেমে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হন। সেমিফাইনালে তারিতা কোরিয়ার হেইজু কনকে এবং সানমিথা মালদ্বীপের আসাল আজিমের বিপক্ষে জয় পেয়েছিলেন।

এর আগে, গতকাল বালক দ্বৈতে ভারতের শৌনক চ্যাটার্জি ও অমৃত ধনকর জুটি এবং বালিকা দ্বৈতে মালদ্বীপের আরা আসাল আজিম ও ভারতের সানমিথা হারিনি জুটি চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন টেনিস ফেডারেশনের সহ-সভাপতি আশরাফুজ্জামান খান পুটন, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), কোষাধ্যক্ষ এম এ জিন্নাহ, অ্যাডহক কমিটির সদস্য বেগম হোসনে আরা রিনা ও টুর্নামেন্ট ডিরেক্টর সোহেল সরকার।

টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার টুর্নামেন্টে পৃষ্ঠপোষক সুজুকি মটরবাইকস, ব্যাংক এশিয়া ও ডানা পেট্রোলিয়াম লিমিটেড এর কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

প্রতিযোগিতায় টুর্নামেন্ট রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন আইটিএফ হুয়াইট ব্যাজ (লেভেল-২) রেফারী, বাংলাদেশের মাসফিয়া আফরিন। পুরস্কার বিতরণ শেষে জমকালো আতশবাজির মাধ্যমে সমাপ্তি টানা হয় এই আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্টের।

Exit mobile version