তৃতীয় রাউন্ডে আলকারাজ ও সাবালেঙ্কা

উইম্বল্ডন

উইম্বল্ডনে একের পর এক অঘটন চলছে। বিশেষ করে প্রথম রাউন্ডে। দানিল মেদভেদেভ ও আলেক্সান্দার জভেরেভের মতো খেলোয়াড়রা প্রথম রাউন্ডে ছিটকে গেছেন। মেয়েদের অঘটনের শিকার হয়েছেন কোকো গফ, জেসিকা পেগুলা ও ঝেং কিনওয়েন। সব মিলিয়ে দুই দিনে শীর্ষ দশে থাকা আটজনই বিদায় নিয়েছেন। ফলে অঘটনের উইম্বল্ডন বললে ভুল হবে না।

তবে সেই অঘটন থেকে রেহাই পেয়েছেন টেনিস বিশ্বের নারীদের শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা, আর ছেলেদের কার্লোস আলকারেজ।

কার্লোস আলকারেজ সহজেই জয় পেয়েছেন। পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী আলকারাজ ৬-১, ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়েছেন ব্রিটিশ খেলোয়াড় অলিভার টারভেটকে। বিশ্ব র্যাংকিংয়ে ৭৩৩ নম্বরে থাকা টারভেটকে হারাতে দুই ঘন্টা ১৭ মিনিট লড়তে হয়েছে তাকে।

সাবালেঙ্কাকে তৃতীয় রাউন্ডে উঠতে জোর লড়াই করতে হযেছে। প্রথম সেটে ৭-৬(৭-৪) গেমে জিতেছেন তিনি। দ্বিতীয় সেট জেতনি ৬-৪ গেমে।

Exit mobile version