রাফায়েল নাদালের স্বদেশী কার্লোস আলকারাজ কি টেনিসের নতুন রাজা? ইতিহাসের মাত্র ষষ্ঠ খেলোয়াড় হিসেবে একই বছর রোলা গ্যারো বা ফ্রেঞ্চ ওপেন জয়ের পর উইম্বলডনেও শিরোপা জিতে এই প্রশ্নটিকে সামনে আনলেন ২১ বছর বয়সি এই খেলোয়াড়।
উইম্বলডনের সেন্টার কোর্টে বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে ২৪টি গ্রান্ড স্ল্যাম জেতা নোভাক জোকোভিচকে ৬-২, ৬-২ ও ৭-৬(৭-৪) গেমে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতলেন কার্লোস আলকারাজ।
টানা দুই সেটে সহজ ব্যবধানে হেরে যাওয়ার পর তৃতীয় সেটে ঝলক দেখিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিলো নোভাক জোকোভিচের। শেষ পর্যন্ত টাইব্রেকে জয় পান টেনিসের নতুন এই সেনসেশন। ২০২২ সালে বছরের শেষ গ্রান্ড স্ল্যাম ইউএস ওপেন জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্ব দরবারে নিজের নাম তুলে ধরেন তিনি।
২০২৩ সালে নোভাক জোকোভিচকে হারিয়েই জয় করেন ক্যারিয়ারর দ্বিতীয় গ্রান্ড স্ল্যাম উইম্বলডন শিরোপা। এই বছর অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও ফ্রেঞ্চ ওপেনের পর উইম্বলডন জিতে জায়গা করে নিলেন বিরল এক রেকর্ডের পাতায়।
এর আগে মাত্র পাঁচজন খেলোয়াড় একই বছর ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে শিরোপা জয় করেছেন। রড লেভার, বিওন বোর্গ, রাফায়েল নাদাল, রজার ফেদেরার ও নোভাক জোকোভিচের পর সেই তালিকায় জায়গা করে নিলেন কার্লোস আলকারাজও।