প্রথম রাউন্ডেই বিদায় ১৪ বারের চ্যাম্পিয়ন নাদালের

ফ্রেঞ্চ ওপেন টেনিস

বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডেই বিদায় নিলেন সাবেক নাম্বার ওয়ান রাফায়েল নাদাল। বিস্ময়করভাবে প্রথম রাউন্ডেই জার্মানির আন্দ্রে জেরেভের কাছে সরাসরি ৩-০ সেটে পরাস্ত হন রোলা গ্যারোতে ১৪বারের চ্যাম্পিয়ন নাদাল।

২০২২ সালে ফ্রেঞ্চ ওপেনে ১৪বারের মতো শিরোপা জেতেন নাদাল। এটি ছিলো তার ক্যারিয়ারের ২২তম গ্ল্যান্ডস্ল্যাম। ‘লাল দুর্গে’র অঘোষিত রাজা নাদাল ইনজুরির কারণে গত আসরে খেলতে পারেন নি। ফলে এবারের আসরে সাবেক নাম্বার খেলছেন অবাছাই হিসেবে।

বছরের শুরুতে কোর্টে ফিরলেও ইনজুুরি জর্জরিত নাদাল কোন টুর্নামেন্টেই সুবিধা করতে পারেননি। প্রশ্ন ছিলো নাদাল কি পারবেন? সে আশঙ্কাই সত্যি প্রমাণ করে নাদাল তার প্রিয় ইভেন্টের প্রথম রাউন্ডেই বিদায় নিলেন।

অবাছাই হিসেবে খেলা নাদাল প্রথম রাউন্ডেই মুখোমুখি হলেন চতুর্থ বাছাই আন্দ্রে জেরেভের। ১০ বছরের ছোট জেরেভের কাছে প্রথম সেটে পাত্তাই পেলেন না নাদাল। হারলেন ৩-৬ গেমে।

দ্বিতীয় সেট টাইব্রেকে নিয়ে গিয়েছিলেন। কিন্তু একঘন্টা ৭ মিনিটের লড়াইয়ে হারলেন ৭-৬ গেমে।

দুই সেট হারের পর তৃতীয় সেট জিতে মরীয়া ছিলেন ৩৭ বছর বয়সি নাদাল। কিন্তু প্রথম সেটের মতো এই সেটেও হারলেও ৩-৬ গেমে।

Exit mobile version