ইউএসওপেনে খেলোয়াড়দের জন্য চমক নিয়ে এসেছে ইউএসওপেন কর্তৃপক্ষ। প্রাইজমানির পরিমাণে চমক সৃষ্টি করেছে ইউএস ওপেন। টেনিস ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানি দিতে যাচ্ছে কর্তৃপক্ষ। পুরুষ ও নারী বিভাগ মিলে প্রাইজমানির পরিমাণ ৯০ মিলিয়ন ডলার। গত বছরের তুলনায় এককের প্রতিযোগিতায় প্রাইজমানির পরিমাণ ৩৯ ভাগ বাড়ানো হয়েছে। তবে সব মিলে প্রাইজমানি বেড়েছে ২০ ভাগ।
এবারের ইউএস ওপেন থেকে যে সব খেলোয়াড় প্রথম রাউন্ড থেকে বাদ পড়বেন প্রাইজমানির দিকে তাকালে তাদের হতাশা অনেকটাই উড়ে যাবে। প্রথম রাউন্ডে বাদ পড়া একজন খেলোয়াড় এক লাখ ১০ হাজার ডলার পকেটে পুরবেন। গত বছরের তুলনায় অঙ্কটা ১০ ভাগ বেশি।
শুধু এককের নয় দ্বৈত খেলোয়াড়দের মুখেও হাসি ফোটানোর ব্যবস্থা করেছে ইউএস ওপেন কর্তৃপক্ষ। ২০২৪ সালের তুলনায় তাদের প্রাইজমানির পরিমাণ ২৩ ভাগ বাড়ানো হয়েছে। টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এবারই প্রথম পুরুষ দ্বৈত, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈতের খেলোয়াড়দের প্রত্যেক দল দশ লাখের বেশি প্রাইজমানি পাবেন।
আগামী ২৪ আগষ্ট থেকে শুরু হবে ইউএস ওপেন। ৭ সেপ্টেম্বর পুরুষ ফাইনালের মাঝ দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















