এক সপ্তাহ পর শুরু ইউএস ওপেন টেনিস। শিরোপা ধরে রাখার মিশন ইয়ানিক সিনারের। কিন্তু হঠাৎ করে থমকে গেছে সিনারের স্বপ্ন। শিরোপা হাতছাড়া হওয়ার আতঙ্ক তার চোখেমুখে। স্বপ্ন ছিল সিনাসিনাটি ওপেন জয় করে ইউএস ওপেনের প্রস্তুতিটা ঝালাই করে নেওয়া। সে পথে ঠিকমতো এগুচ্ছিলেন তিনি। কিন্তু বাদ সাধলো ফাইনাল ম্যাচ। ঠিকমতো খেলতে পারলেন না। অসুস্থতার কারণে ম্যাচ ছেড়ে দিতে হলো কার্লোস আলকারাজকে।
গরমেই কাবু হয়েছেন সিনার। হঠাৎ কোর্টে বসে মাথায় বরফ ঠান্ডা পানি নেন। আবার খেলা শুরু করার কিছু সময় পর ট্রেনারের সহায়তা নেন। তার সঙ্গে কিছু সময় কথার বলার পর সিনার আম্পায়ার ও কর্মকর্তাদের কাছে দুঃখ প্রকাশ করে কোর্ট ছেড়ে যান। এর আগে সিনার আলকারেজের সঙ্গে কথা বলেন এবং কোর্টের মাঝে গিয়ে সমর্থক, ভক্ত আর দর্শকদের উদ্দেশে হাত নেড়ে বিদায় নেন। নিজের আসনে এসেছে তোয়ালে দিয়ে মাথা ঢেকে ফেলেন।
ম্যাচে সিনারের অবস্থা মোটেও সুবিধাজনক ছিল না। বরং তার ওপর আধিপত্য বিস্তার করেছিলেন ওয়ার্ল্ড র্যাংকিংয়ে দুয়ে থাকা আলকারাজ।
সিনার সমর্থকদের উদ্দেশে বলেন, আপনাদের হতাশ করার জন্য আমি দুঃখিত। মূলত গতকাল থেকে আমি মোটেও ভালো বোধ করছিলাম না। আমি ভেবেছিলাম, অবস্থার উন্নতি হবে কিন্ত তা হয়নি, বরং আরো খারাপ হয়েছে।
এবারই প্রথম সিনাসিনাটি ওপেন জয় করলেন আলকারাজ। ট্রফি হাতে নিয়ে তিনি বলেন, আমি এটা জিততে চেয়েছিলাম। কিন্তু যেভাবে জিতেছি, সেভাবে নয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















