নারী টেনিসের বিশ্ব র্যাংকিংয়ের তিন নম্বর খেলোয়াড় ইগা সোয়াইটেক সিনাসিনাটি ওপেন টেনিসের ফাইনালে পৌঁছেছেন। কাজাখস্তান রাইবাকিনাকে ৭-৫ ও ৬-৩ গেমে হারিয়ে তিনি ফাইনালে পৌঁছেছেন। শিরোপা লড়াইয়ে সোয়াইটেক জাসমিন পাওলিনির মুখোমুখি হবেন। আজ রাতে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
গত বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন সোয়াইটেক ও পাওলিনি। সে লড়াইয়ে সাফল্যের হাসি হেসেছিলেন সোয়াইটেক। সরাসরি সেটে জয় পেয়েছিলেন এ পোলিশ তারকা। এবার পাওলিনির সামনে প্রতিশোধের সুযোগ এনে দিয়েছে।
দুর্ভাগ্য রাইবাকিনার। কোয়ার্টার ফাইনালে তিনি উড়িয়ে দিয়েছিলেন র্যাংকিংয়ের শীর্ষে থাকা আরিয়ানা সাবালেঙ্কাকে। কিন্তু সোয়াইটেকের সামনে টিকতে পারলেন না।শুরুতে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত হার মানতে হয় তাকে।
পাওলিনি সেমিফাইনালে হারিয়েছেন রাশিয়ার ভেরোলিকা কুদেরমেতোভা। ৬-৩, ৬-৭(২-৭) ৬-৩ গেমে জয় পেয়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















