তিনি ছিলেন ভারত ক্রিকেট দলের সফল অধিনায়ক। এরপর সৌরভ গাঙ্গুলী ছিলেন বিসিসিআইয়ের প্রধান। এছাড়া আইপিএলে বেশ কয়েক মেয়াদে দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এবার তিনি ভারত দলের কোচের দায়িত্ব পালন করতে আগ্রহ প্রকাশ করেছেন।
ক্রিকেটার কিংবা বোর্ড সভাপতিরূপে যখনই যেখানে পা রেখেছেন সেখানেই গম্ভীর সাফল্যের দেখা পেয়েছেন। বাইশ গজ থেকে বিদায় নেয়ার পর বোর্ডের গুরু দায়িত্ব পালন করেছেন তিন বছর। বোর্ড প্রধান হিসেবে কাজ করার সুবাদে বিভিন্ন সময় ভারতের রাজনীতিবিদদের সঙ্গে দেখা যায় প্রিন্স অব ক্যালকাটাকে।
সেখান থেকে গুঞ্জন ওঠে, হয়তো রাজনীতিতে নাম লেখাবেন সৌরভ গাঙ্গুলি। কিন্তু, সে সব গুঞ্জনকে স্রেফ উড়িয়ে দিলেন তিনি। পিটিআইয়ের এক পডকাস্টে কোচ হওয়ার আগ্রহ আছে কি না, এমন প্রশ্নে সাবেক অধিনায়ক বলেন, ‘আমি আসলে কখনোই এটা নিয়ে আলাদা করে ভাবিনি। কারণ আমি বিভিন্ন ভূমিকায় কাজ করেছি। ২০১৩ সালে ক্রিকেট থেকে অবসরে যাই, এরপর বোর্ড প্রধানের দায়িত্ব পালন করেছি। তখন আমি এসব নিয়ে ভাবার সময় পাইনি। জানি না ভবিষ্যতে কী হবে। আমার বয়স এখন ৫০। আমি কোচিংয়ের জন্য প্রস্তুত। দেখা যাক কী হয়। রাজনীতিতে আমি আগ্রহী নই।’
এখন ভারতের কোচিং করাচ্ছেন গৌতম গম্ভীর, ভারতকে এরইমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন তিনি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে হেরে সে একটু ধীরগতিতে শুরু করেছিল, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির পর সে উন্নতি করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে এটা বড় একটা সিরিজ। আমি তাকে খুব কাছ থেকে এই ভূমিকায় দেখিনি, কিন্তু আমি জানি সে খুবই আবেগপ্রবণ।’
এছাড়া সৌরভ যোগ করেন, ‘বাইরে থেকে সে (গম্ভীর) একজন খুবই স্বচ্ছ ব্যক্তি। আমি তার সঙ্গে খেলেছি। সে একজন দুর্দান্ত মানুষ। এখনও আমি দেখছি সে তার কাজের প্রতি অত্যন্ত আগ্রহী। আমি তাকে শুভকামনা জানাই। সে মাত্র এক বছর হলো দায়িত্ব পালন করছে। আরও শিখবে। তাকে সময় দেওয়া উচিত।’
