দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই ফুটবল আবার আগামী জুনে মাঠে গড়াবে। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল এ সময়ে ইকুয়েডর ও প্যারাগুয়ের মোকাবেলা করবে। বিশ্বকাপ বাছাইয়ে বর্তমান পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থা তেমন একটা স্বস্তিদায়ক নয়। এমন অবস্থায় ব্রাজিল ফুটবল ফেডারেশন দলের দায়িত্ব রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তির হাতে তুলে দিতে চান।
আনচেলোত্তি যে ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন বা নিতে যাচ্ছেন- এমন বিষয় এখনো চূড়ান্ত হয়নি। তবে সাম্প্রতিক আলোচনায় এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২৪ মে লা লিগায় রিয়াল মাদ্রিদ তাদের শেষ ম্যাচ খেলবে। এর দুই দিন পর ২৬মে আনচেলোত্তি ব্রাজিলে আসবেন।
ব্রাজিলের দায়িত্ব নিলেও আনচেলোত্তির সামনে একটা জটিলতা রয়েছে। রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত। ফলে রিয়াল মাদ্রিদের সঙ্গে তাকে একটা সমঝোতায় আসতে হবে।
রিয়াল মাদ্রিদের ইতিহাসে কার্লো আনচেলোত্তি অন্যতম সফল এক কোচ।তিনটি চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি দুইবার লা লিগা জয় করেছেন। তবে এবারের মৌসুমটা ভালো যায়নি আনচেলোত্তির।আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে। কোপা দেল রে’র ফাইনালে বার্সেলোনার কাছে হেরেছে। আর লা লিগায় বার্সেলোনা থেকে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার কাছে বিধস্ত হওয়ার পর কোচ দরিভালকে বিদায় দিয়েছে ব্রাজিল। সে সময় থেকে দলটি কোচহীন অবস্থায় রয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















