জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ টেনিস ফেডারেশন ‘জাগো জুলাই ২০২৫ টেনিস টুর্নামেন্ট’ আয়োজন করতে যাচ্ছে। জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১ থেকে ৫ আগস্ট পর্যন্ত।
এম এন্ড জে গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টের তথ্য এক সংবাদ সম্মেলনে জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), কোষাধ্যক্ষ এম এ জিন্নাহ এবং টুর্নামেন্ট ডিরেক্টর শফিকুল ইসলাম সরকার (সোহেল)।
এই প্রতিযোগিতায় পুরুষ একক ও মহিলা একক ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। অংশ নিচ্ছেন মোট ৮১ জন খেলোয়াড়—এর মধ্যে পুরুষ এককে ৭৩ জন ও মহিলা এককে ৮ জন। টুর্নামেন্টে মোট ১,৪০,০০০ (এক লক্ষ চল্লিশ হাজার) টাকার প্রাইজমানি নির্ধারিত হয়েছে।
‘প্রতিযোগিতাটি সুষ্ঠ ও সুন্দরভাবে আয়োজনের জন্য টুর্নামেন্ট কমিটি, অফিসিয়েটিং কমিটি, টেনিস কোর্ট ও আবাসন উপ-কমিটিসহ সকল উপ-কমিটির সদস্যগণ সর্বাত্মক সহযোগিতা করছেন,’ উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
ঢাকার বাইরে থেকে আগত খেলোয়াড় ও প্রশিক্ষকদের জন্য ফেডারেশন ভবনে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রাখা হয়েছে। টুর্নামেন্ট সম্পর্কিত তথ্য ওয়েবসাইটে (https://btftennis.clubspark.net/BangladeshTennisFederation) আপডেট রাখা হবে।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৫ আগস্ট বিকেল ৪টায়। আয়োজকদের পক্ষ থেকে পৃষ্ঠপোষক এম এন্ড জে গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
