উড়ছেন নোভাক জোকোভিচ। পৌঁছে গেছেন উইম্বল্ডনের কোয়ার্টার ফাইনালে। তবে শেষ ষোলোতে তার লড়াইটা সমর্থকদের স্বস্তি দিতে পারেনি। অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউয়ের বিপক্ষে প্রথম সেটে হেরে পরের তিন সেট জিতেছেন তিনি। স্কোর ১-৬, ৬-৪, ৬-৪ ও ৬-৪। অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে অনুষ্ঠিত এ ম্যাচ জয়ের মাঝ দিয়ে ১৬তম বারে মতো উইম্বল্ডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সাতবারের চ্যাম্পিয়নস জোকোভিচ।
ম্যাচের স্কোর বলছে শেষ ষোলোর লড়াইয়ের শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না। পয়েন্ট হারানোর মাঝ দিয়ে শুরু হয়েছিল তার ম্যাচ। শুধু তাই নয়, প্রথম সেটে তো দাঁড়াতেই পারেননি। তবে সমর্থকদের ভালোবাসা তাকে ঘুরে দাঁড়াতে সহায়তা করে। পরের তিন সেটে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বিতা করেছে ঠিকই তবে শেষ পর্যন্ত প্রতি সেটেই হাল ছেড়ে দিতে হয়েছে।
স্বাভাবিকভাবে যতই শিরোপার দিকে এগুচ্ছেন ততই কঠিন সব প্রতিপক্ষ তাকে বাধা দেওয়ার জন্য হাজির হচ্ছে। কোয়ার্টার ফাইনালে জোকোভিচ মুখোমুখি হবেন ইতালির ফ্লাভিও কোবোল্লির। ২২তম বাছাই তিনি। সেখানে জয় পেলে তার সামনে আসতে পারেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার।
জোকোভিচের এই ম্যাচ উপভোগ করেছেন রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার। এখন ফেদেরারের পাশে বসার সুযোগ জোকোভিচের সামনে। সে কারণে সামনে থাকা তিনটি ম্যাচে জয় পেতে হবে। ফাইনালে জয় পেলে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি গড়বেন ৩৮ বছর বয়সী এই কিংবদন্তী।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















