শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে মুখোমুখি বাংলাদেশ। প্রথম টেস্টের মতো এবারেও টস ভাগ্যটা পাশে পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ফলে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। জাকের আলী অনিকের জায়গা এসেছেন মেহেদী মিরাজ। পেসার হাসান মাহমুদের জায়গায় খেলেছেন আরেক পেসার এবাদত হোসেন।
বাদ পড়েছেন জাকের আলি আর চোটের কারণে একাদশে নেই পেসার হাসান মাহমুদ। মিরাজকে ফিরিয়ে বোলিংয়ে শক্তি বাড়ল বাংলাদেশের। কলম্বো টেস্ট সফরকারীরা খেলছে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে।২০২৩ সালের জুনে সবশেষ টেস্ট খেলেছিলেন ইবাদত। পরের মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে খেলার সময় হাঁটুতে চোট পান এই গতিময় পেসার।
পুনর্বাসনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, নাহিদ রানা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















