ইউএস ওপেনে ক্যারিয়ারের শেষটা ভালো হলো না দুইবারের উইম্বল্ডন চ্যাম্পিয়ন পেত্রা কিভিতোভার। প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন তিনি। এ বিদায়ের সঙ্গে সঙ্গে টেনিস ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি।
৩৫ বছর বয়সী কিভিতোভা সোমবার গ্র্যান্ডস্ট্যান্ড স্টেডিয়ামে ফ্রান্সের ডায়ানা প্যারির মুখোমুখি হয়েছিলেন। কিন্তু কোনো প্রতিরোধই গড়তে পারেননি। এক পেশে ম্যাচ খেলে প্যারি ৬-১ ও ৬-০ গেমে ম্যাচ জিতে নেন।
চেক প্রজাতন্ত্রের কিভিতোভার এই অবসর কোনো অঘটন নয়। বরং ঘোষণা দিয়েই দিয়েছে টেনিস কোর্ট থেকে দূরে সরে গেলেন। গত জুনে জানিয়েছিলেন, এবারের ইউএস ওপেন হবে তার শেষ টুর্নামেন্ট। বিদায় জানাবেন ১৮ বছরের ক্যারিয়ারকে।
কিভিতোভা ২০১১ ও ২০১৪ সালে উইম্বল্ডন জয় করেন। ক্যারিয়ারে মোট ৩১টি ডব্লিউটিএ শিরোপা জয় করেন। ক্যারিয়ারে কখনো র্যাংংকিংয়ের শীর্ষে আসতে পারেননি, তবে দ্বিতীয় স্থানে উঠেছিলেন।
এদিকে একই পথে হেঁটেছেন বিশ্বের সাবেক চার নম্বর খেলোয়াড় ক্যারোলিন গার্সিয়া। কামিলা রাখিমোভার কাছে হারার পর তিনিও টেনিসকে বিদায় জানিয়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















