২ সেটে এগিয়ে থেকেও ইনজুরিতে ম্যাচ হারলেন দিমিত্রভ

টেনিস

উইম্বলডন ২০২৫

গত ৭ জুলাই রাতে উইম্বলডনের শেষ ষোলোয় ১৯তম বাছাই গ্রিগর দিমিত্রভের মুখোমুখি হন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার। খেলার মাঝপথে ইঞ্জুরিতে পড়ে ম্যাচ থেকে ছিটকে পড়েন তিনি। সংক্ষিপ্ত চিকিৎসা নেওয়ার পরও আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। না খেলেই মাঠ ছাড়তে বাধ্য হন দিমিত্রভ।

১৯ নম্বর বাছাই বুলগেরিয়ান তারকা দিমিত্রভ যখন ২-০ সেটে এগিয়ে, ঠিক তখনই ডান পাশের বুকের পেশিতে টান লেগে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন। সংক্ষিপ্ত চিকিৎসা নেওয়ার পরও আর খেলা চালিয়ে যেতে পারেননি ৩৪ বছর বয়সী এই তারকা। এটি তার পরপর পাঁচটি গ্র্যান্ড স্ল্যামে ইনজুরির কারণে অবসরের ঘটনা। তবে এই জয়ে আনন্দ নয় বরং ব্যাথিত বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার।


তিনি এটিকে জয় হিসেবে মেনে নেন নি। কোয়ার্টার ফাইনালে উঠলেও তিনি এটিকে জয় হিসেবে নিতে পারছেন না। সিনার বললেন, “আমি এটা কোনো জয় হিসেবে নিই না। এটা আমাদের সবার জন্য কষ্টদায়ক একটি মুহূর্ত।

”কারণ, আবেগঘন এক মুহূর্তে ইনজুরির কারণে কোর্ট ছাড়তে বাধ্য হয়েছেন তার প্রতিপক্ষ গ্রিগর দিমিত্রভ।
সিনার আরো বলেন, “গ্রিগর গত কয়েকটি গ্র্যান্ড স্ল্যামেই ইনজুরির সঙ্গে লড়াই করেছে। আজকে আবার ওকে এমন অবস্থায় পড়তে দেখে সত্যিই খারাপ লাগছে। আমরা সবাই দেখেছি, খেলাটার প্রতি ওর ভালোবাসা কতটা গভীর। ও ট্যুরের সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়দের একজন।”

তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সিনার এই জয়ের মাধ্যমে ওপেন যুগে টানা সাতটি গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে পৌঁছানো মাত্র নবম পুরুষ খেলোয়াড় হলেন। কিন্তু ম্যাচশেষে সেন্টার কোর্টে সেই অর্জনের কোনো উচ্ছ্বাস ছিল না তার চোখেমুখে — বরং ছিলেন বিপরীত দিকের খেলোয়াড়ের জন্য উদ্বিগ্ন। পরে দিমিত্রভকে নিজেই সহায়তা করে কোর্টের বাইরে পাঠান।

২৩ বছর বয়সী ইতালিয়ান তারকা সিনার এরপর দর্শকদের আহ্বান জানান দিমিত্রভ ও তার দলের প্রতি করতালি জানাতে। তার কথায়, ‘’এমন পরিণতি কেউ দেখতে চায় না। এটা খুব দুঃখজনক। আমরা সবাই ওর দ্রুত সুস্থতা কামনা করি।”

Exit mobile version