শীর্ষ প্রতিযোগিতায় এখন আর নেই নারী টেনিসের সাবেক শীর্ষ তারকা ভেনাস উইলিয়ামস। পাশাপাশি গত ১৬ মাস কোর্টেও ছিলেন না। তবে কোর্টে ফিরে ওয়াশিংটন ওপেনে চমক দেখিয়েছেন সাবেক এই তারকা খেলোয়াড়। ৪৫ বছর বয়সী ভেনাস স্বদেশি হেইলি ব্যাপটিস্টেকে নিয়ে ওয়াশিংটন ওপেনের নারী দ্বৈতে শেষ আটে পৌঁছেছেন। তারা ৬-৩ ও ৬-১ গেমে হারিয়েছেন ইউজিনি বুচার্ড ও ক্লেরভি জুটিকে।
২০২৪ সালের মায়ামি ওপেনে কোর্টে নামার পর আর প্রতিযোগিতামূলক কোনো টুর্নামেন্টে খেলেননি ভেনাস। এবারের টুর্নামেন্টে বিশেষ সুবিধায় সুযোগ পেয়েছেন। বোন সেরেনা উইলিয়ামসের সঙ্গে জুটি বাধার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি ব্যাপটিস্টেকে বেছে নেন। ব্যাপটিস্টে বর্তমানে র্যাংকিংয়ে ৫০তম খেলোয়াড়। দীর্ঘদিন কোর্টের বাইরে থাকায় ভেনাস বর্তমানে র্যাকিং তালিকায় নাই।
ভেনাস সর্বশেষ ট্রফি জয় করেছেন ২০২৩ সালের আগষ্টে। সিনসিনাতি ওপেন জয় করেছিলেন। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে ভেনাস বলেন, এখানে খেলতে আসতে পেরে আমি আনন্দিত। আমি এই খেলাটা ভালোবাসি। এখনো আমি ভালো খেলছি। ব্যাপটিস্টের সঙ্গে আমার জুটিটা দারুণ হয়েছে। আমার মনে হয় আমাদের আরও একটু আগে জুটি গড়া উচিত ছিল। তাহলে আমরা আরো ভালো করতে পারতাম।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















