মাঠে ক্রিস্তিয়ানো রোনালদোর মতো উদযাপন করে আলোচনায় ভারতের ক্রিকেটার মোহাম্মদ সিরাজ। এবার মোহাম্মদ সিরাজ রোনালদোর উদযাপন নিয়ে মুখ খুললেন! পর্তুগিজ মহাতারকার ভক্ত হিসেবেই এই উদযাপন তার নৈবেদ্য।
আইপিএলে দুর্দান্ত প্রথম স্পেলে দুটি উইকেট নিয়ে তিনি নির্বিষ করে দেন বেঙ্গালুরুর বিপজ্জনক টপ অর্ডারকে। পরে শেষ দিকে ফিরে তিনি বিদায় করেন বেঙ্গালুরুর সর্বোচ্চ স্কোরার লিয়াম লিভিংস্টোনকে (৫৪)। ১৯তম ওভারে বোলিং করেও রান দেন মাত্র চার।
সব মিলিয়ে চার ওভারে ১৯ রান দিয়ে তিন উইকেট নিয়ে গুজরাট টাইটান্সের জয়ের ভিত গড়ে দেন তিনি। পরে রান তাড়ায় ৮ উইকেটে জিতে যায় দল। জস বাটলার ৩৯ বলে ৭৩ রানের ইনিংস খেললেও ম্যাচের সেরা সিরাজ।
নিজের উদযাপন নিয়ে তিনি বলেন,‘রোনালদোর ভক্ত আমি, তার মতো উদযাপন তো করতেই হবে…।’
এছাড়া তিনি বলেন,‘বিশ্বাসটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, নিজের ভেতরে বিশ্বাসটা রাখতে হবে। বিশ্বাস না থাকলে আতঙ্কিত হয়ে পড়ার সুযোগ থাকে। আমার ভেতরে এই বিশ্বাসটা রাখি যে, আমি করতে পারি। আমার মানসিকতটা এরকমই থাকে।’