উইম্বল্ডনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন সময়ের সেরা দুই তারকা কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার। দর্শকের প্রত্যাশা ছিল আরো একটা ম্যারাথন লড়াই দেখার। মাত্র ৩৫ দিন আগে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে এই দুই তারকা প্রায় সাড়ে পাঁচ ঘন্টার এক মহাকাব্যিক লড়াইয়ের জম্ম দিয়েছিলেন। তবে এদিন আর তা হয়নি। আলকারাজকে ৪-৬, ৬-৪, ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়ে উইম্বল্ডনের শিরোপা জিতে নিয়েছেন ইয়ানিক সিনার। গড়েছেন কীর্তিও। উইম্বল্ডনে এককে শিরোপা জয়ী প্রথম ইতালিয়ান তিনি।
ইতালিয়ান তারকা সিনারের এটি চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। অন্যদিকে দুর্ভাগ্য আলকারাজের। উইম্বল্ডনে একক শিরোপা জয়ের হ্যাটট্রিক করার হাতছানি ছিল তার সামনে। সে পথেই যাত্রাও শুরু হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত থামতে হলো। হ্যাটট্রিক করা হলো না।
ফ্রেঞ্চ ওপেনে প্রথম দুই সেট হারের পর ঘুরে দাঁড়িয়েছিলেন আলকারাজ। এবার তো পথটা আরো সহজ ছিল। প্রথম সেট জয় করেছিলেন। কিন্তু টানা তিন সেট জিতে সেই হারের যেন প্রতিশোধ নিলেন সিনার।
অল ইংল্যান্ড ক্লাবে টান ২০ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে কোর্টে নেমেছিলেন আলকারাজ। তবে উইম্বল্ডনে শেষ হার ছিল এই সিনারের বিপক্ষে। ২০২২ সালে চতুর্থ রাউন্ডে সিনারের কাছে হেরেছিলেন তিনি।
দুই শীর্ষ তারকা সিনার ও আলকারাজ এখন গ্র্যান্ড স্ল্যাম নিজেদের সম্পত্তি করে নিয়েছেন। সর্বশেষ সাতটি গ্র্য্যান্ড স্ল্যামের সবগুলোই তারা জিতেছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















