ইতিহাসের হানছানি জোকোভিচের সামনে

গ্রান্ড স্ল্যাম জয়ের দিক দিয়ে সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় হয়েছেন আগেই। এবার সবচেয়ে বেশি গ্রান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়ার হাতছানি সার্বিয়ান এই তারকার সামনে। রোববার উইম্বলডন ফাইনালে তিনি মুখোমুখি হচ্ছেন কার্লোস আলকারাজের।

গত বছর এই স্প্যানিয়ার্ডের কাছে হেরেই শিরোপা বঞ্চিত হয়েছিলেন। এবার তাকে হারাতে পারলে এককভাবে ২৫টি গ্রান্ড স্ল্যাম জয়ের কীর্তি গড়ে ছাড়িয়ে যাবেন অস্ট্রেলিয়ার নারী খেলোয়াড় মার্গারেট কোর্টকে। উভয়েই এখন যৌথভাবে ২৪টি করে গ্রান্ড স্ল্যামের মালিক।

দ্বিতীয় সেমিফাইনালে লরেঞ্জো মুসেত্তিকে হারাতে বেগ পেতে হয়নি জোকোভিচকে। ইতালিয়ান প্রতিপক্ষকে হারিয়েছেন সরাসরি সেটে। জয় পেয়েছেন ৬-৪, ৭-৬ (৭-২) ও ৬-৪ গেমে। এই জয়ের ফলে বছরের তৃতীয় গ্রান্ড স্ল্যাম উইম্বলডনের পুরুষ এককে দশম বারের মতো ফাইনাল খেলতে যাচ্ছেন নোভাক জোকোভিচ।

একটা সময় গ্রান্ড স্ল্যাম জয়ে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের ছায়ায় থাকলেও তাদের ছাড়িয়ে গেছেন অনেক আগেই। ফেদেরার ২০ ও নাদাল ২২টি গ্রান্ড স্ল্যামের মালিক। এই দু’জনের বন্ধুত্ব যেমন আলোচনার বিষয় তেমনি কোর্টের মধ্যে তাদের লড়াই ছিলো ‘বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনি’ অবস্থা। তাদের ছায়া থেকে বেরিয়ে জোকোভিচই এখন সবচেয়ে বেশি গ্রান্ড স্ল্যামের মালিক।

গ্রান্ড স্ল্যাম জয়ে ফেদেরারকে ছাড়িয়ে গেলেও উইম্বলডনে অবশ্য পিছিয়ে আছেন জোকোভিচ। সুইস তারকা ফেদেরার ঘাসের কোর্টে (উইম্বলডন) জিতেছেন ১০টি। অন্যদিকে সার্বিয়ান তারকা জোকোভিচের ক্যারিয়ারে উইম্বলডনের সংখ্যা ৯টি। কার্লোস আলকারাজকে হারাতে পারলে উইম্বলডন জয়ে ফেদেরারের পাশে বসবেন জোকোভিচ।

Exit mobile version