এককের খেলায় হারলেও উড়ছিলেন দ্বৈতের খেলায়। একের পর এক জয়ে ইউএস ওপেনে দ্বৈতের খেলায় স্বপ্নের সময় পার করছিলেন। স্বপ্ন যেমন এক সময় শেষ হয়, তেমনি ভেনাস উইলিয়ামসের স্বপ্নও শেষ হয়েছে। দ্বৈতের খেলায় কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন তিনি ও তার সঙ্গী। শীর্ষ বাছাই টেলর টাউনসেন্ড ও কাটেরিনা সিনিয়াকোভা জুটি কাছে হেরে গেছেন ভেনাস উইলিয়ামস ও লেলাহ ফার্নান্দেজ জুটি।
কোয়ার্টার ফাইনালের ফল যেমনটা হওয়ার কথা ছিল তেমনটাই হয়েছে। শীর্ষ বাছাইয়ের কাছে পাত্তা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না ৪৫ বছরের ভেনাস ও ২২ বছরের ফার্নান্দেজ জুটির। শেষ পর্যন্ত তাই হয়েছে। ৬-১ ও ৬-২ গেমে ম্যাচ হেরেছেন তারা।
এ ম্যাচের আগ পর্যন্ত দারুণ খেলেছিলেন ভেনাস ও ফার্নান্দেজ জুটি। একটা সেটও হারেননি। কিন্তু শীর্ষ বাছাইয়ের বিপক্ষে এসে সেই ধারাবাহিকতা তারা ধরে রাখতে পারেননি। কোর্টে ভেনাসদের পাত্তা না দিলেও ম্যাচে শেষে তাকে দারুণভাবে সম্মানিত করেছেন টাউনসেন্ড ও কাটেরিনা জুটি।
ম্যাচ শেষে টাউনসেন্ট বলেন, ভেনাস ও সেরেনাকে দেখে আমরা বড় হয়েছি। আমরা তাদের মতো হতে চেয়েছি। তাদের সঙ্গে একই কোর্টে খেলা আমাদের জন্য দারুণ সম্মানের ব্যাপার।’
