ঘুরে দাঁড়িয়ে চতুর্থ রাউন্ডে কোকো গাউফ

কানাডিয়ান ওপেন

দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কানাডিয়ান ওপেন জয়ের পথে এগিয়ে যাচ্ছেন শীর্ষ বাছাই কোকো গাউফ। মন্ট্রিলে চলমান কানাডিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ভেরোনিকা কুদারমেতোভার বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছিলেন কোকো গাউফ। প্রথম সেট তো মলিন মুখে শেষ করতে হয়েছে। তবে দ্বিতীয় ও তৃতীয় সেট হাসি মুখে শেষ করে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছেন তিনি।

২০২৫ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন কোকো গাউফ এখন কার বিপক্ষে লড়বেন তা এখনো চূড়ান্ত হয়নি। তার মুখোমুখি হওয়ার জন্য লড়ছেন কানাডার ভিক্টোরিয়া মোকো ও চেক প্রজাতন্ত্রের মারিয়া বুজকোভা।

এদিকে টুর্নামেন্টের চতুর্থ বাছাই মিরা আন্দ্রেইভা বিদায়ের খাতায় নাম লিখিয়েছেন। তিনি ২৮তম বাছাই খেলোয়াড় ম্যাকার্টনি কেসলেরের কাছে হেরে গেছেন। মিরা আন্দ্রেইভার বিদায়ের দিনে অবাছাই খেলোয়াড় চীনের জু লিন ঠিকই চুতর্থ রাউন্ডে পৌঁছে গেছেন। তৃতীয় রাউন্ডে তিনি সরাসরি সেটে হারিয়েছেন সুজান লামেন্সকে। ৬-২ ও ৬-২ গেমে জিতেছেন তিনি।

এদিকে পুরুষদের খেলায় অঘটনের শিকার হয়েছেন তৃতীয় বাছাই লোরেঞ্জো মুসেত্তি। তৃতীয় রাউন্ডে তিনি ২৬তম বাছাই খেলোয়াড় যুক্তরাষ্ট্রের অ্যালেক্স মিচেলসেনের কাছে হেরেছেন।

Exit mobile version