কোর্টে আবার ঝলক দেখালেন কার্লোস আলকারাজ। আরো একবার টেনিসপ্রেমীরা আলকারাজের দূর্দান্ত পারফরম্যান্স উপভোগ করলেন। আর তাতেই বিধ্বস্ত জিরি লেহেকা। ৬-৪, ৬-২ ও ৬-৪ গেমের জয় নিয়ে আলকারাজ পৌঁছে গেছেন ইউএস ওপেনের সেমিফাইনালে। এই জয় পেতে আলকারাজকে প্রায় দুই ঘন্টা লড়তে হয়েছে।
আলকারাজ এবারের টুর্নামেন্টে দ্বিতীয় বাছাই হয়ে খেলছেন। সেমিফাইনালে তিনি কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে পারেন। এ রাউন্ডে তারা মুখোমুখি হওয়ার জন্য অপেক্ষায় চতুর্থ বাছাই টেলর ফ্রিটজ অথবা ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জোকোভিচ।
আলাকারাজ এবার নিয়ে তৃতীয়বারের মতো ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। ২০২২ সালে তিনি ইউএস শিরোপা জয় করেছিলেন।
এবারের টুর্নামেন্টে আলকারাজ দারুণ খেলে চলেছেন। দূর্দান্ত পারফরম্যান্সে চমক দেখাচ্ছেন। এ পর্যন্ত একটা সেটও তিনি হারেননি। প্রথমবারের মতো এমন কৃতিত্ব দেখালেন এই স্প্যানিয়ার্ড। ২০০৮ সালে ফ্রেঞ্চ ওপেনে এমন কৃতিত্ব দেখিয়েছিলেন রাফায়েল নাদাল। তারপর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এ কীর্তি গড়েছেন ২২ বছর বয়সী আলকারাজ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















