ডোপিংয়ের অপরাধে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ব্রিটিশ নারী টেনিস তারকা টারা মুর। গত ১৫ জুলাই থেকে কার্যকর হয়েছে এই নিষেধাজ্ঞা, ফলে ২০২৮ সালের আগে টেনিস কোর্টে ফেরা হচ্ছে না তার।
২০২২ সালের জুনে মুরের ডোপ পরীক্ষার নমুনায় নিষিদ্ধ উপাদান শনাক্ত হওয়ার পর সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। পরে ২০২৩ সালের ডিসেম্বরে একটি স্বাধীন ট্রাইব্যুনাল তাকে নির্দোষ ঘোষণা করলেও, সেই রায়ের বিরুদ্ধে আপিলে আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস) চার বছরের নিষেধাজ্ঞার আদেশ বহাল রাখে। তবে আগে ভোগ করা ১৯ মাসের নিষেধাজ্ঞার সময় এ নিষেধাজ্ঞা থেকে বাদ যাবে।
৩২ বছর বয়সী এই ব্রিটিশ খেলোয়াড় বরাবরই দাবি করে আসছেন, তিনি কখনো ইচ্ছাকৃতভাবে নিষিদ্ধ কোনো পদার্থ গ্রহণ করেননি। ট্রাইবুনালের শুনানিতে বলা হয়েছিল, মুর যে মাংস খেয়েছিলেন, তাতেই নিষিদ্ধ উপাদান থাকতে পারে।
তবে সিএএস এক বিবৃতিতে জানায়, মুরের দেহে পাওয়া নিষিদ্ধ উপাদান আসলেই দূষিত মাংস থেকে এসেছে—এই দাবি তিনি যথাযথভাবে প্রমাণ করতে পারেননি।
