বছরের দ্বিতীয় গ্ল্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন বা রোলা গ্যারোতে পুরুষ ও নারী এককে সেমিফাইনাল লাইন-আপ চূড়ান্ত হয়েছে। নারীদের শেষ চারে মুখোমুখি হবেন ইগা সুইয়াটেক ও কোকো গফ এবং জেসমিন পাওলিনি ও মিরা আন্দ্রেভা। আর পুরুষদের সেমিতে দেখা হচ্ছে ক্যাসপার রুপ ও আরেক্সান্ডার জেরেভ এবং কার্লোস আলকারাজ ও জানিক সিনারের।
মেয়েদের দুটি সেমিফাইনালই আজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় প্রথম সেমিতে মুখোমুখি হতে যাচ্ছেন পোল্যান্ডের ইগা সুইয়াটেক ও যুক্তরাষ্ট্রের কোকো গফ। রাত সোয়া আটটায় অনুষ্ঠেয় দ্বিতীয় ম্যাচে ইতালির জেসমিন পাওলিনির প্রতিপক্ষ রাশিয়ার মিরা আন্দ্রেভা।
এদিকে, পুরুষ এককের দু’টি সেমিফাইনালই আগামীকাল অনুষ্ঠিত হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















