জাতীয় টেনিস প্রতিযোগিতার পুরুষ এককে সেনানিবাস অফিসার্স ক্লাবের জারিফ আবরার এবং নারী এককে ঝালকাঠি টেনিস ক্লাবের সুমাইয়া আক্তার চ্যাম্পিয়ন হয়েছেন।
বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় ২৩-২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত জাতীয় টেনিস প্রতিযোগিতা ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ টেনিস ফেডারেশনের সম্মানিত সভাপতি ও ঢাকা ব্যাংক লি: এর চেয়ারম্যান জনাব আব্দুল হাই সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় একক ও দ্বৈতের চ্যাম্পিয়ন জনাব মাহতাবুর রহমান (মারুফ)। এ সময় বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি জনাব আশরাফুজ্জামান খাঁন (পুটন), সহ-সভাপতি জনাব মো: সেলিম, সাধারণ সম্পাদক জনাব ইশতিয়াক আহমেদ (কারেন), কোষাধ্যক্ষ জনাব এম এ জিন্নাহ, টুর্নামেন্ট ডিরেক্টর জনাব শফিকুল ইসলাম সরকার (সোহেল) সহ বিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরুষ এককের ফাইনালে সেনানিবাস অফিসার্স টেনিস ক্লাবের জারিফ আবরার ৬-১, ৬-৩ গেমে বিকেএসপির মাহাদ বিন মালেক কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পুরুষ দ্বৈতের ফাইনালে আমেরিকান ক্লাবের মো: রুস্তম আলী ও মিলন হোসেন ৭-৬, ৬-৪ গেমে জারিফ আবরার ও মো: সায়েম জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মহিলা এককের ফাইনালে ঝালকাঠি টেনিস ক্লাবের সুমাইয়া আক্তার ৬-০, ৬-৪ গেমে বিকেএসপির সুবর্না খাতুনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিকালের মহিলা দ্বৈতের খেলায় বিকেএসপির সুবর্না খাতুন ও জান্নাতুন ফেরদৌস জুটি ৫-৭, ৭-৫, ১০-৭ গেমে ঝালকাঠি টেনিস ক্লাবের সুমাইয়া আক্তার ও সুস্মিতা সেন জুটিকে পরাজিত করে।
প্রতিযোগিতার বিস্তারিত ফলাফল :
পুরুষ একক : চ্যাম্পিয়ন : জারিফ আবরার (সেনানিবাস অফিসার্স ক্লাব) রানারআপ : মাহাদ বিন মালেক (বিকেএসপি)
মহিলা একক : সুমাইয়া আক্তার (ঝালকাঠি টেনিস ক্লাব) রানার-আপ : সুবর্না খাতুন (বিকেএসপি)
পুরুষ দ্বৈত : চ্যাম্পিয়ন : মো: রুস্তম আলী ও মিলন হোসেন রানার-আপ : জারিফ আবরার ও মো: সায়েম
মহিলা দ্বৈত : চ্যাম্পিয়ন : সুবর্না খাতুন ও জান্নাতুন ফেরদৌস রানার-আপ : সুমাইয়া আক্তার ও সুস্মিতা সেন
উল্লেখ্য, প্রতিযোগিতায় জাতীয় টেনিস কমপ্লেক্স, বিকেএসপি, অফিসার্স ক্লাব, ধানমন্ডি স্পোর্টস ক্লাব, উত্তরা ক্লাব , অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স – রাজশাহী, নওগাঁ টেনিস ক্লাব, ঝালকাঠি টেনিস ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, সেনাবাহিনী অফিসার্স ক্লাব, নরডিক ক্লাব, আমেরিকান ক্লাব, ইন্টারন্যাশনাল ক্লাব, পুলিশ মেস অফিসার্স ক্লাব, গুলশান ক্লাব, প্রো টেনিস একাডেমি ঢাকা, জামালপুর টেনিস ক্লাব, মাগুরা টেনিস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থা, লক্ষীপুর টেনিস ক্লাব, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার হতে মোট ১৬৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে সর্বমোট টাকা ৩,৩৫,০০০/- (তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার) মাত্র নগদ প্রাইজমানি প্রদান করা হয়। এছাড়া বিজয়ী খেলোয়াড়দের ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।