ডিসেম্বরেই হচ্ছে বিপিএল, দায়িত্ব নিলেন বুলবুল

চলছে বিসিবির নতুন কমিটির প্রথম বোর্ড মিটিং

বিসিবির নির্বাচনের পরের দিনই আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিসিবির নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড মিটিং ছিল। বিসিবির প্রথম মিটিংয়েই বিভিন্ন কমিটির দায়িত্ব পরিচালকদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান- সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

দায়িত্ব নিয়ে আগামী ডিসেম্বরেই বিপিএল শুরুর ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া বিসিবির ক্রিকেট অপারেশন্স, ফাইন্যান্স কমিটি- নাজমুল আবেদিন ফাহিম। জাতীয় দলের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক পেয়েছেন নারী ক্রিকেট কমিটির দায়িত্ব।

এছাড়া মুখলেসুর রহমান খান-অডিট কমিটির প্রধান। রাহাত সামস বাংলাদেশ টাইগার্সর কমিটির প্রধান। ইশতিয়াক সাদেক-গেম ডেভেলভমেন্ট কমিটির চেয়ারম্যান। আদনান রহমান দীপন পেয়েছেন সিসিডিএমের দায়িত্ব।

আমজাদ হোসেন পেয়েছেন মিডিয়া কমিটি দায়িত্ব। শানিয়ান তানিম পেয়েছেন ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট পয়েছেন হাই পারফরম্যান্স ইউনিটের।

Exit mobile version