ডেভিস কাপ খেলতে বাহরাইন যাচ্ছে বাংলাদেশ দল

ডেভিস কাপ টেনিস

ডেভিস কাপ খেলতে বাহরাইন যাচ্ছে বাংলাদেশ দল

ডেভিস কাপ খেলতে বাহরাইন যাচ্ছে বাংলাদেশ দল

ডেভিস কাপ

আগামী ১৭-২৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত বাহরাইন টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ইছা টাউন, বাহরাইনে ‘২০২৫ ডেভিস কাপ এশিয়া / ওশানিয়া গ্রুপ-৫’টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় স্বাগতিক বাহরাইনসহ বাংলাদেশ, ব্রুনাই, লাওস, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নর্দার্ন ম্যারিনা দ্বীপপঞ্জ, তাজিকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনের জাতীয় পুরুষ দলসমূহ ডেভিস কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় ছয় সদস্যের বাংলাদেশ দল অংশগ্রহণ করবে।

বাংলাদেশ জাতীয় দল

প্লেইং ক্যাপ্টেন : তানভির পাশা – গুলশান ক্লাব লি:
খেলোয়াড় : ১। জারিফ আবরার – সেনানিবাস অফিসার্স ক্লাব
২। জুবিন ওমর – গুলশান ক্লাব
৩। মোহাম্মদ রুস্তম আলী – আমেরিকান ক্লাব
৪। মো: ইমন – টেনিস ক্লাব, রাজশাহী
৫। জাওয়াদ মোহাম্মদ ভূইয়া – উত্তরা ক্লাব লি:

প্রতিযোগিতা শেষে ২৪ নভেম্বর বাংলাদেশ দল দেশে ফিরবে।

Exit mobile version