ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার।

সাত দেশের ৪৫ জন খেলোয়াড়ের অংশগ্রহণে ৯ অক্টোবর থেকে ঢাকায় শুরু হচ্ছে পাঁচদিনের এশিয়ান অনূর্ধ্ব-১৪ (বালক ও বালিকা) টেনিস প্রতিযোগিতা। অবশ্য একদিন আগেই, রোববার প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী।

টুর্নামেন্ট উপলক্ষ্যে শনিবার ফেডারেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, বাংলাদেশসহ সাত দেশের ৪৫ জন খেলোয়াড় এবারের আসরে অংশ নিচ্ছেন। এর মধ্যে ছেলেদের বিভাগে ৩১ জন ও মেয়েদের বিভাগে ১৪জন বালিকা অংশ নিচ্ছেন।

বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছেন সর্বোচ্চ ৩২ জন। এর মধ্যে ২২ জন বালক ও ১০ জন বালিকা। হংকংয়ের দুইজন অংশ নিচ্ছেন। এর মধ্যে একজন করে বালক ও বালিকা। বাকি পাঁচ দেশ একটি করে বিভাগে অংশ নিচ্ছে। এর মধ্যে ভারতের ছয়জন বালক, দক্ষিণ কোরিয়ার একজন বালিকা, সৌদি আরবের একজন বালক, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বালক এবং শ্রীলঙ্কার দুইজন বালিকা অংশ নিচ্ছেন।  

আয়োজকরা আরও জানান, প্রতিযোগিতায় একক চ্যাম্পিয়ন খেলোয়াড় এটিএফ ২০০ পয়েন্ট ও রানার আপ এটিএফ ১৩৩ পয়েন্ট অর্জন করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মো: মোতাহার হোসেন (সাজু), সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, টুর্নামেন্ট ডিরেক্টর মাহবুব মোর্শেদ শামীম, কোষাধ্যক্ষ খালেদ আহমেদ, নির্বাহী সদস্য আ.ম. আখতারুজ্জামান মূকুল, আহম্মেদ জিয়াউর রহমান, শিরিন আক্তার, বেঙ্গল কামার্শিয়াল ব্যাংক এর প্রতিনিধি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: সাইফুল ইসলাম ও  বেঙ্গল গ্রুপ এর প্রতিনিধি ট্রেড মার্কেটিং ও আউটডোর ব্যবস্থাপক শামিম মিয়া।

টুর্নামেন্টে রেফারি হিসেবে দায়ীত্ব পালন করবেন হোয়াইট ব্যাজধারী প্রবিণ কুমার নায়েক।

Exit mobile version