চার নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক টেনিস। সাত দিনের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন স্বাগতিক বাংলাদেশসহ ১৩ দেশের ১১২ জন প্রতিযোগী। এদের মধ্যে ৬২ জন বালক ও ৩২ জন বালিকা প্রতিযোগিতার জন্য রেজিষ্ট্রেশন করেছেন। আর চারজন করে বালক ও বালিকা ওয়াইল্ড কার্ড নিয়ে খেলবেন।
প্রতিযোগিতা উপলক্ষ্যে রমনায়, শেখ জামাল টেনিস জাতীয় টেনিস কমপ্লেক্সে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, ‘ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র, গ্রুপ-৫’ এর খেলায় বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, চীন, মিশর, ভারত, ইরাক, জাপান, কোরিয়া, নেদারল্যান্ড, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
ছেলেদের বিভাগে যুক্তরাষ্ট্রের সম্রাট হাদা ও মেয়েদের বিভাগে ভারতের অধরা ভার্মা শীর্ষ বাছাই হিসেবে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এদের আইটিএফজুনিয়র র্যাঙ্কিংয়ে যথাক্রমে ৮৬৭ ও ১৩৫৩।
টুর্নামেন্টের বাছাইপর্ব ৪ নভেম্বর থেকে এবং চূড়ান্ত পর্বের খেলা ৬ নভেম্বর থেকে শুরু হবে। অবশ্য প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৫ নভেম্বর বিকাল চারটায়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















