তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ভেনাসদের চমক

ইউএস ওপেন

লম্বা সময় পর কোর্টে নেমে জয়ের দেখা পেয়েছেন সাবেক তারকা খেলোয়াড় ভেনাস উইলিয়ামস। ইউএস ওপেনে দ্বৈতের খেলায় তিনি পৌঁছেছেন দ্বিতীয় রাউন্ডে। দ্বৈত প্রতিযোগিতায় তার সঙ্গী ছিলেন লেলাহ ফারনান্দেজ।

৪৫ বছরের উইলিয়ামস ২২ বছর বয়সী ফারনান্দেজকে সঙ্গী করে চমক দেখিয়েছেন। হারিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন ও ষষ্ঠ বাছাই জুটি জাপানের ইরি হোজুমি ও নরওয়ের উলরিকি এইকেরি জুটিকে। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর তারা ৭-৬(৭-৪) ও ৬-৩ গেমে ম্যাচ জিতেছেন।

ভেনাস উইলিয়ামনস প্রতিযোগিতার এককেও খেলেছেন। তবে প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন। তারপরেই ফারনান্দেজের কাছ থেকে আমন্ত্রণ পেয়ে দ্বৈতের খেলায় অংশ নেন। ছোট বোন সেরেনা উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে ১৪টি ডাবলসের শিরোপা জয়ী ভেনাস দুর্দান্ত খেলেছেন।

এককের প্রতিযোগিতা থেকে বাদ পড়ায় ভেনাস কিছুটা বিশ্রাম পেলেও ফারনান্দেজের বিশ্রাম নেই। তিনি এককের খেলায় পৌঁছেছেন তৃতীয় রাউন্ডে। এ রাউন্ডে তার প্রতিদ্বন্দ্বী শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা।

Exit mobile version