বিদায়ের সুরটা শুনতে পাচ্ছিলেন আরিনা সাবালেঙ্কা। শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছেন এই বেলারুশ। দুই ঘন্টা ৫৪ মিনিটের লড়াইয়ে জার্মানির অবাছাই খেলোয়াড় সিগেমুন্ডকে হারিয়ে উইম্বল্ডনের সেমিফাইনালে উঠেছেন সাবালেঙ্কা। ৪-৬, ৬-২ ও ৬-৪ গেমে জয় পেয়েছেন।
২৭ বছর বয়সী সাবালেঙ্কা অল ইংল্যান্ড ক্লাবে শেষ চারে তৃতীয়বারের মতো উঠলেন। এর আগে ২০২১ ও ২০২৩ সালে শেষ চারে পৌঁছেছিলেন। দুইবারই এখানে থামতে হয়েছিল। শেষ চারে পৌঁছাতে পারলে টানা চার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছাবেন তিনি। ২০২৪ সালে ইউএস ওপেন জেতার পর এবারের অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন তিনি। দুই টুর্নামেন্টে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে।
সেমিফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ হবেন যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ বাছাই আমান্দা আনিসিমোভা। কোয়ার্টার ফাইনালে রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিয়ুচেঙ্কোভাকে হারিয়েছেন তিনি।
এবারের উইম্বল্ডনে মেয়েদের এককে শীর্ষ বাছাই তারকাদের মাঝে একমাত্র সাবালেঙ্কা টিকে রয়েছেন। তবে একটা সময় মনে হয়েছিল তিনিও বিদায়ের তালিকায় যোগ হতে যাচ্ছেন। প্রথম সেট তো হেরে গিয়েছিলেন। দ্বিতীয় সেট জিতলেও তৃতীয় সেটে কঠিন পরীক্ষা দিতে হয়েছে।
এদিকে পুরুষ এককে গত দুইবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ হ্যাটট্রিক শিরোপার পথে আরো এক ধাপ এগিয়েছেন। কোয়ার্টার ফাইনালে তিনি ব্রিটেনের ক্যামেরন নরিকে সরাসরি সেটে হারিয়েছেন সেমিফাইনালে উঠেছেন স্প্যানিশ তারকা। দ্বিতীয় বাছাই আলকারাজ ৯৯ মিনিটেই জিতেছেন ৬-২, ৬-৩ ও ৬-৩ গেমে। সেমিফাইনালে আলকারাজের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















