ইউএস ওপেনের এককের লড়াইয়ে প্রথম রাউন্ডে বিদায় নিলেও দ্বৈতের খেলায় দাপট দেখিয়ে চলেছেন ভেনাস উইলিয়ামস। লেলাহ ফার্নান্দেজের সঙ্গে জুটি বেঁধে ৪৫ বছর বয়সী ভেনাস তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন। দ্বিতীয় রাউন্ডে তারা হারিয়েছেন ইরি হোজুমি ও উলরিকে এইকেরি জুটিকে। ৭-৬(৭-১ ) ও ৬-১ গেমে ম্যাচ জিতেছেন তারা।
ভেনাস উইলিয়ামসের জন্য এটা দারুণ এক জয়। এ জয়ের মাঝ দিয়ে একটা সময়ে ইউএস ওপেন তো বটেই গ্র্যান্ড স্ল্যামে দাপট দেখানো ভেনাস গত চার বছরে দ্বিতীয় ম্যাচ জয়ের কৃতিত্ব দেখালেন। প্রথম রাউন্ডে পেয়েছিলেন প্রথম জয়। ২০১৮ সালের পর এই প্রথম তিনি কোনো গ্র্যান্ড স্ল্যামের তৃতীয় রাউন্ডে উঠেছেন। শেষবার ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে খেলেছিলেন। সে সময়ে তার সঙ্গী ছিলেন ছোটো বোনা সেরেনা উইলিয়ামস।
এ ম্যাচে অবশ্য শুরুতে বিপর্যয়ে পড়েছিলেন ভেনাস ও ফার্নান্দেজ। তবে দারুণভাবে ঘুরে দাঁড়ান তারা। শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেন।
সাতবার একক ও ১৪বার দ্বৈত গ্র্যান্ড স্ল্যাম জয়ী ভেনাস এবারের এককের খেলায় গত মঙ্গলবার একাদশ বাছাই কারোলিনা মুচোভার বিপক্ষে হেরে যান। কিন্তু তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ২২ বছর বয়সী ফার্নান্দেজ তাকে দ্বৈতের সঙ্গী করে নেন। তারপর থেকে তারা দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। এখন পর্যন্ত একটা সেটও তারা হারেনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















