বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ৩৯তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে খুলনা টাইগার্স। হাইভোল্টেজ ম্যাচে মোহাম্মদ নাইমের ঝড়ো সেঞ্চুরিতে রংপুর রাইডার্সকে ২২১ রানের বিশাল টার্গেট দিয়েছে খুলনা।
খুলনার জন্য ম্যাচটি বাঁচা-মরার লড়াই। আসরে টিকে থাকতে এ ম্যাচে জিততেই হবে। হারলে বিদায় নিশ্চিত! এমন কঠিন সমিকরণের ম্যাচে বৃহস্পতিবার মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ২২০ রান তোলে মেহেদী হাসান মিরাজের খুলনা।
ব্যাটিংয়ে নেমে ঝড় তুলে দলীয় ৩২ রানের মাথায় বিদায় নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ১২ বলে এক বাউন্ডারি ও দুই ছক্কায় ২১ রান করেন তিনি। ওয়াডাউনে ব্যাটিংয়ে নেমে ১২ রান করে দলীয় ৬০ রানের মাথায় সাজঘরে ফেরেন অ্যালেক্স রুশ।
এরপর উইলিয়াম বোসিস্টোকে সঙ্গে নিয়ে ব্যাটিংয়ে তান্ডব চালায় মোহাম্মদ নাইম। ৩৩ বলে তুলে নেন হাফসেঞ্চুরি।
এ জুটিতে তারা ৪৭ বলে তোলেন ৮৮ রান। নাইম আস্তে আস্তে নিজেকে নিয়ে যান সেঞ্চুরির পথে। তবে দলীয় ১৪৮ রানের মাথায় ব্যক্তিগত ৩৬ রান করে বিদায় নেন উইলিয়াম বোসিস্টো। ২১ বলে তিন বাউন্ডারি ও দুই ছক্কায় এ রান করেন তিনি। সতীর্থকে হারিয়ে মাহিদুল ইসলাম অংকনকে নিয়ে ঝড়ো সেঞ্চুরি তলে নেন জাতীয় দলের বাইরে থাকা ওপেনার নাইম।
নাইম ৫৫ বলে সাতটি করে চার ও ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করে এই ওপেনার। এদিকে ব্যাটিংয়ে ঝড় তুলে ব্যক্তিগত ২৯ রান করে বিদায় নেন অংকন। ১৫ বলে তিন বাউন্ডারি ও এক ছক্কায় এ রান করেন তিনি। তবে নাইম ৬২ বলে সাত বাউন্ডারি ও আট ছক্কায় অপরাজিত ১১১ রান করেন। এছাড়া আবু হায়দার অপরাজিত ১ রান করেন।