চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাওমি ওসাকাকে হারিয়ে ওয়াশিংটন ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন ব্রিটেনের ইমা রাদুকানু। ওসাকাকে তিনি সরাসরি সেটে হারান। ম্যাচের ফল ৬-৪ ও ৬-২।
২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ইমা রাদুকানু এখন মালিয়া সাকারির মুখোমুখি হবেন। বিশেষ সুবিধায় টুর্নামেন্টে সুযোগ পাওয়া সাকারি দ্বিতীয় বাছাই ইমা নাভারোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছেন।
ইমা রাদুকানু প্রথম সেট জয় করতে মাত্র ৩৮ মিনিট সময় নেন। পরের সেটে তো প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি। এবারের এ জয়ের মাঝ দিয়ে রাদুকানু র্যাংকিয়ে তার অবস্থানের যথেষ্ঠ উন্নতি করেছেন। আগামী সোমবার ডব্লিউটিএ নতুন র্যাংকিং প্রকাশ করবে। সে সময়ে তিনি ব্রিটিশ নাম্বার ওয়ানকে সরিয়ে শীর্ষে উঠে আসবেন।
এদিকে এককের পাশাপাশি দ্বৈতের খেলায়ও সাফল্যের দেখা পেয়েছেন ইমা বাদুকানু। ইলিনা রাইবাকিনাকে সঙ্গী করে তিনি গুইলিয়ানা ওলমস ও আলদিলা সুতজিয়াদি জুটিকে হারিয়েছেন। এ জয়ের ফলে তারা সেমিফাইনালে পৌঁছেছেন।
ব্রিটিশ এ নারী খেলোয়াড়ের সাফল্যের দিনে বিদায় নিয়েছেন দুই ব্রিটিশ পুরুষ খেলোয়াড় ক্যামেরন নোরি ও ড্যান ইভান্স। তাদের কেউ কোয়ার্টার ফাইনালে উঠতে পারেননি।
