পাকিস্তানের কাছে হেরে সেমির স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

জুনিয়র ডেভিস কাপ

বাংলাদেশের খেলোয়াড়রা

মালয়েশিয়ায় চলমান ডেভিস কাপ জুনিয়র টেনিসে হতাশ হতে হয়েছে বাংলাদেশকে। স্বপ্ন সঙ্গী করে যাওয়া দলটির সেমিফাইনালে ওঠা হয়নি। কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের কাছে হেরে গেছে। বৃহষ্পতিবার পাকিস্তানের কাছে বাংলাদেশ ৩-০ সেটে হারে।

বাংলাদেশের কাব্য গায়েনকে পাকিস্তানের রোমান হামজা ৬-৩ ও ৬-১ গেমে হারিয়েছেন। পাকিস্তানের শাহ আলীর কাছে বাংলাদেশের তুষার মো: তানভীর হেরেছেন। আর দ্বৈত ইভেন্টে কাব্য ও তুষার জুটি রোমান ও তালহার কাছে ৬-৪ ও ৬-১ গেমে হারেন।

বাংলাদেশকে এখন পঞ্চম থেকে অষ্টম স্থান অধিকারের জন্য লড়তে হবে। স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ সিঙ্গাপুর। এই ম্যাচে জয় পেলে বাংলাদেশ মঙ্গোলিয়ার মুখোমুখি হবে।

Exit mobile version