দীর্ঘদিন পর নতুন চ্যাম্পিয়নের দেখা পেলো অস্ট্রেলিয়ান ওপেন। দানিল মেদভেদেভের বিপক্ষে দুই সেটে পিছিয়ে পরেও প্রত্যাবর্তনের গল্প লিখে শিরোপা জয় করে নিলেন ইয়ানিক সিনার।
পাঁচ সেটের লড়াইটা ইতালির এই খেলোয়াড় জিতেছেন ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে। এতে করেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা জিতে নিলেন ইয়ানিক সিনার।
অন্যদিকে সিনারের প্রতিপক্ষ দানিল মেদভেদের জন্য এটি ছিলো তৃতীয় ফাইনাল। তৃতীয়বারে এসেও অস্ট্রেলিয়ান ওপেন জেতার স্বপ্ন পূরণ হলো না এই রুশ তারকার।
নিজের ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা তো বটেই, ইয়ানিক এদিন লিখেছেন আরো একটি রুপকথা। প্রথম ইতালিয়ান হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন ২২ বছর বয়সী এই তরুণ টেনিস খেলোয়াড়।
এর আগে সেমিফাইনালে গ্র্যান্ড স্লামের হট ফেভারিট নোভাক জোকোভিচের সাথে ৩-১ সেটের ব্যবধানে জিতেছিলেন সিনার। তবে তিনিই যে এবারের শিরোপার যোগ্য দাবিদার ছিলেন তা প্রমাণ করেছেন এই ইতালিয়ান।
এই জয়ে টেনিসের ‘বিগ থ্রি’র পাশে বসলেন ইয়ানিক। ২৩ বছর বয়স হওয়ার আগে চতুর্থ খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন তিনি। এই কীর্তিটা আগে গড়েছিলেন নোভাক জোকোভিচ, রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল।